এসটি নিউজঃ আইন শৃঙখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদকে ভূষিত হয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : শরিফুল ইসলাম।
শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
৮ জানুয়ারি দুপুরে সংগঠন এর সভাপতি মোখলেসুর রহমান তোতার হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ওসি শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল হক পলাশ, এস টি নিউজ এর সহসম্পাদক মো: সাব্বির শেখ।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর মো: শরিফুল ইসলাম ফতুল্লা মডেল থানায় যোগদান করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ফতুল্লা থানার অস্থিতিশীল পরিস্থিতি জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর নির্দেশনায় তিনি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে সক্ষম হন।
সংবর্ধনা অনুষ্ঠানে ওসি শরিফুল ইসলাম ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী সহ জুলাই আগষ্ট বিপ্লবে সম্মুখ নেতৃত্বে অগ্রণী ভুমিকা রাখায় সংগঠকদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট, বই ও কলম উপহার হিসেবে প্রদান করা হয়।