ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা পলায়নের সময় রাষ্ট্রপতি বলেছিলেন তার কাছে পদত্যাগ পত্র আছে। কিছুদিন পরে তিনি বললেন পদত্যাগপত্র হাতে পাননি। বিক্রি কচ্ছপের মতো আচরণ করছেন। বিপদ দেখে মাথা গুটিয়ে নিয়েছেন।বিপদ গেলে আবার মাথা বের করছেন।স্পষ্ট ভাষায় বলতে চাই সম্মানের সাথে বিদায় হয়ে যান। তা না হলে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
গতকাল ৩রা নভেম্বর রোববার বিকেলে বাগেরহাট ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। রেজাউল করিম বলেন আমরা কারো লেজুরাবৃত্তি করতে চাই না।
চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর থেকে যারাই দেশের ক্ষমতায় বসেছে সবাই স্বৈরাচার হয়ে উঠেছে। গত দেড় দশকের এক স্বৈরাচারীর হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন।ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই এই নতুন বাংলাদেশে আর যাতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য আমরা PR সিস্টেম বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন চাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার সভাপতি মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে গণ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক (খুলনা বিভাগ)) সম্পাদক মাওলানা শোয়েব হোসেন,জেলা কমিটির উপদেষ্টা মাওলানা মোজাম্মিল হক কাসেমী বাগেরহাট জেলার সহ-সভাপতি মাস্টার মকবুল হোসেন প্রমুখ।সমাবেশে বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন