এসটি নিউজ বাংলাদেশের মানুষের ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণখানে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ জাহীদুজ্জামান তানভীরের স্মরণে অনুষ্ঠিত সভায় এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘প্রভুত্বের স্বভাব বাদ দিয়ে বন্ধু হিসেবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারতের সমর্থন ছিল। বাংলাদেশ ও ভারত সীমান্ত সবচেয়ে বেশি রক্তাক্ত। ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে থাকলে আমাদেরও অধিকার আছে, দিল্লি নিয়ে কথা বলার।
ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ। বাংলাদেশের মানুষ আর কখনোই নতজানু হয়ে থাকবে না।’ অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্র‘য়োজনীয় সংস্কার শেষে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। তবে, প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।’