জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ মে বিকেলে পাগলা উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
অগ্নিবীণা সাহিত্য পরিষদের সভাপতি মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় ও সংগঠন এর উপদেষ্টা পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ, কবি, গীতিকার ও ঔপনাস্যিক প্রফেসর মো: আমির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক মো: হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বাংলাদেশ আন্ত জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি হাজী মো: আবুল হোসেনকে সংবর্ধনা স্বরুপ সম্মাননা পদক প্রদান করার পাশাপাশি চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখায় হাবিবুল ইসলাম হাবিব চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনার মাকে রত্নগর্ভ মায়ের সম্মাননা পদক প্রদান করা হয় এবং শিক্ষকতা পেশায় অসামান্য অবদান রাখায় সেলিনা সুলতানা, মো: আরিফুল ইসলাম, মো: গোলজার হোসেন, শিক্ষা বিস্তারে সেলিনা সুলতানা শিউলি, মো: শাহ আলম সোহাগ, আনোয়ার হোসেন আনু, আতিকুল ইসলাম খোকন, এম এ জাহের মোল্লা, সাংবাদিকতায় সাব্বির আহমেদ সেন্টু, সাব্বির শেখ, স্বাস্থ্য সেবায় মেজর অব ডা: সোহেলুর রহমান, আইন পেশায় এডভোকেট সুমন মন্ডল, সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় মো: মিজান মোল্লা, ফেরদৌস আলম ভুইয়া মিঠু, আরিফুর রহমান পিন্টু, রুহুল আমিন প্রধান, ,সফল নারী উদ্যোক্তা হিসেবে ভাসানী আক্তার বেলি, সংগঠক হিসেবে ইকবাল হোসেন রোমেছ,ওমর ফারুক আল মামুন, সঙ্গীতে সুরমী রায়,আর্নিকা দত্ত,রিয়া খান, সঙ্গীতা দাস,বাচিক শিল্পী হিসেবে ঈশিতা দাসকে সম্মাননা পদকে ভূষিত করা হয়।
আলোচনা, সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভায়োলিনে মনোমুগ্ধকর নজরুল সঙ্গীত পরিবেশন প্রখ্যাত বেহালা বাদক বাসুদেব সরকার এবং নজরুল সঙ্গীত ও আবৃত্তি করেন সংবর্ধনা প্রাপ্ত শিল্পীরা।