এসটি নিউজ: নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য জনাব এ কে এম শামীম ওসমানের পুত্র ও জেড এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব অয়ন ওসমান বলেছেন নারায়ণগঞ্জ যুবসমাজ ও তরুন সমাজের ভালো কাজে সব সময় পাশে থাকব।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে নিতাইগঞ্জে আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান ভালো নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এই সময় তিনি আরও বলেন,নারায়ণগঞ্জের সন্তান হিসেবে নারায়ণগঞ্জ তরুন যুব সমাজের ভালো কাজে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।শাহরিয়ার রহমান মামা কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।ভালো যেভাবে কাজ করে আসছে আর রমজান মাসে যেভাবে কাজ করেছে আমি জানতাম না জানলে আমি অবশ্যই সহযোগিতা করতাম।
এই সময় বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে এই সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি।
বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময় পত্রিকার সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান,সংগঠনের স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডাক্তার শামীম আহমেদ,নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার রহমান।