প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:৫৪ পি.এম
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদকে ভূষিত হলেন সাংবাদিক তোতা
এসটি নিউজঃ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান তোতা।
শুক্রবার ১০ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডস্থ প্রাপ্তি সিটি মাঠে গুড মর্ণিং স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা পদকে ভূষিত করা হয়।
গুড মর্ণিং স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অনুপম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো : সোলেমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো : শাহ আলম, কার্যকরী সদস্য মো : আলমগীর হোসেন মাসুদ প্রমুখ।
© stnewsbd মোবাইলঃ ০১৭৯৪৪৫৫০৩৭, কুতুবপুর,ফতুল্লা,নারায়ণগঞ্জ।