Dhaka 7:55 pm, Saturday, 11 January 2025

ফতুল্লায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী কর্তৃক স্ত্রী হত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 07:27:45 pm, Thursday, 2 January 2025
  • 26 Time View
এসটি নিউজঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লামাপাড়া নয়ামাটি এলাকায় বাসিন্দা স্বামী মুন্না স্ত্রীকে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। (২ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতেই মুন্না তার স্ত্রী মোসা.লামিয়া আক্তার ফিজাকে হত্যা করে ঘরের জানালার গ্রিলের সাথে স্বসরোধ করে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে।
ফিজা দেওভোগ  বাঁশমুলি এলাকার বাসিন্দা মীর মোহাম্মদ আলীর একমাত্র মেয়ে।
হত্যাকান্ডের শিকার লামিয়া আক্তার ফিজার বাবা মোহাম্মদ আলী জানান,প্রায় ৪ বছর পুর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক কুতুবপুর নয়ামাটি এলাকার মনু মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্নার সাথে তার একমাত্র মেয়ে ফিজাকে বিবাহ দেয়। তাদের সংসারে মোরসালিন নামে ৩ বছরের এক পুত্র সন্তানও রয়েছে। তিনি বলেন,বিয়ের পর থেকেই মুন্নার আচরন ভালো ছিলনা। কারনে অকারনে মুন্না তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করতো। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বিচার-শালিশ  হয়েছে।
 এ নিয়ে ফতুল্লা মডেল থানায় একাধিকভার সাধারন ডায়েরী ও অভিযোগ করা হয়েছিলো মুন্নার বিরুদ্ধে। প্রায় ৬ মাস পুর্বে আমাদের সবাইকে মুন্না বলে যে,পুর্বের মত আর কোন খারাপ আচরন করবেনা আমার মেয়ের সাথে। এ কথা বলে আমার মেয়েকে পুনরায় তাদের বাড়িতে নিতে আসেন। আমরা পরিবারের সবাই একত্রিত হয়ে একমাত্র নাতি মোরসালিনের কথা চিন্তা করে আমার মেয়ে ফিজাকে মুন্নার সাথে তাদের বাড়িতে পাঠাই। আজ ( বৃহস্পতিবার) দুপুরে মেয়ে ফোন করে জানায়, মুন্না তাকে মারধর করেছে। সে বাড়িতে চলে আসবে। সে বাড়িতে চলে আসবে।মেয়েটার আর বাড়িতে ফিরা হলো না। বিকেলে আমার মেয়েকে মারধর করে ঘরের গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখে মুন্না তার মা ও বোনদের নিয়ে এবং আমাদের ৩ বছরের নাতি মোরসালিনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
এ দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.ইমানুর। তিনি লাশের সুরতহাল দেখে লাশটি পোষ্ট মর্টেম করার জন্য নগরীর ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল ( ভিক্টোরিয়ায় পাঠায়।
অপরদিকে গৃহবধু ফিজাকে হত্যা করে ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখার পর স্থানীয়রা বলেন, অত্র এলাকার সবচেয়ে খারাপ পরিবার হিসেবেই পরিচিত মুন্নাগং। মুন্নার বাবা মনু মিয়া একজন চিহিৃত মাদক ব্যবসায়ী,তার চাচাতো ভাই  চুন্নু ও রানা মোল্লার একাধিক মামলা রয়েছে। গত সপ্তাহে ফতুল্লা মডেল থানার এসআই মাহমুদ রনি ১০০ কেজি গাজাঁসহ মুন্নার অপর চাচাতো ভাইকে গ্রেফতার করেছিলো।  এলাকাবাসীর দাবি গৃহবধু ফিজা হত্যাকান্ডে তার স্বামী মুন্না ও তার পরিবারকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া  হোক।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক শেখ কাউসার ও তার চৌদ্দ মাসের পুত্রের উপর সন্ত্রাসীদের হামলা

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদকে ভূষিত হলেন সাংবাদিক তোতা

ফতুল্লায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী কর্তৃক স্ত্রী হত্যার অভিযোগ

Update Time : 07:27:45 pm, Thursday, 2 January 2025
এসটি নিউজঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লামাপাড়া নয়ামাটি এলাকায় বাসিন্দা স্বামী মুন্না স্ত্রীকে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। (২ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতেই মুন্না তার স্ত্রী মোসা.লামিয়া আক্তার ফিজাকে হত্যা করে ঘরের জানালার গ্রিলের সাথে স্বসরোধ করে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে।
ফিজা দেওভোগ  বাঁশমুলি এলাকার বাসিন্দা মীর মোহাম্মদ আলীর একমাত্র মেয়ে।
হত্যাকান্ডের শিকার লামিয়া আক্তার ফিজার বাবা মোহাম্মদ আলী জানান,প্রায় ৪ বছর পুর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক কুতুবপুর নয়ামাটি এলাকার মনু মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্নার সাথে তার একমাত্র মেয়ে ফিজাকে বিবাহ দেয়। তাদের সংসারে মোরসালিন নামে ৩ বছরের এক পুত্র সন্তানও রয়েছে। তিনি বলেন,বিয়ের পর থেকেই মুন্নার আচরন ভালো ছিলনা। কারনে অকারনে মুন্না তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করতো। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বিচার-শালিশ  হয়েছে।
 এ নিয়ে ফতুল্লা মডেল থানায় একাধিকভার সাধারন ডায়েরী ও অভিযোগ করা হয়েছিলো মুন্নার বিরুদ্ধে। প্রায় ৬ মাস পুর্বে আমাদের সবাইকে মুন্না বলে যে,পুর্বের মত আর কোন খারাপ আচরন করবেনা আমার মেয়ের সাথে। এ কথা বলে আমার মেয়েকে পুনরায় তাদের বাড়িতে নিতে আসেন। আমরা পরিবারের সবাই একত্রিত হয়ে একমাত্র নাতি মোরসালিনের কথা চিন্তা করে আমার মেয়ে ফিজাকে মুন্নার সাথে তাদের বাড়িতে পাঠাই। আজ ( বৃহস্পতিবার) দুপুরে মেয়ে ফোন করে জানায়, মুন্না তাকে মারধর করেছে। সে বাড়িতে চলে আসবে। সে বাড়িতে চলে আসবে।মেয়েটার আর বাড়িতে ফিরা হলো না। বিকেলে আমার মেয়েকে মারধর করে ঘরের গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখে মুন্না তার মা ও বোনদের নিয়ে এবং আমাদের ৩ বছরের নাতি মোরসালিনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
এ দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.ইমানুর। তিনি লাশের সুরতহাল দেখে লাশটি পোষ্ট মর্টেম করার জন্য নগরীর ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল ( ভিক্টোরিয়ায় পাঠায়।
অপরদিকে গৃহবধু ফিজাকে হত্যা করে ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখার পর স্থানীয়রা বলেন, অত্র এলাকার সবচেয়ে খারাপ পরিবার হিসেবেই পরিচিত মুন্নাগং। মুন্নার বাবা মনু মিয়া একজন চিহিৃত মাদক ব্যবসায়ী,তার চাচাতো ভাই  চুন্নু ও রানা মোল্লার একাধিক মামলা রয়েছে। গত সপ্তাহে ফতুল্লা মডেল থানার এসআই মাহমুদ রনি ১০০ কেজি গাজাঁসহ মুন্নার অপর চাচাতো ভাইকে গ্রেফতার করেছিলো।  এলাকাবাসীর দাবি গৃহবধু ফিজা হত্যাকান্ডে তার স্বামী মুন্না ও তার পরিবারকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া  হোক।