এসটি নিউজঃ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ- সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ফতুল্লায় প্রস্ততিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ নভেম্বর) বিকেলে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় এই প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর উপস্থিতিতে প্রস্ততি সভায় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হানিফ কবির,সহ সাধারন সম্পাদক আনিসুর রহমান,এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী জহির,বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুমন আকবর,সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,ফতুল্ল থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাগর সিদ্দিকী, জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিকদলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, তাতি দলের আহবায়ক ইউনুস মাস্টার সহ থানার বিভিন্ন ইউনিটের নেতা-কমীরা।
প্রস্ততি সভায় ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী বলেন, ৫ আগস্টের পূর্বে আমাদের আন্দোলন ছিলো স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। এখন আমাদের লড়তে হচ্ছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। এ সময় তিনি নেতাকর্মীদের কে ৭ ই নভেম্বর ঐতিহাসিক ফতুল্লার ডিআইটি মাঠ থেকে র্যালি বের হবে। সেদিন সকলকে উপস্থিত থেকে সেই র্যালি কে ঐতিহাসিক র্যালি হিসেবে সাফল্য মন্ডিত করার আহবান জানান।
তিনি আরো বলেন ৫ ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও পরিপূর্ন ভাবে এখনো পূর্ন স্বাধীন হয়নি দেশ। শেখ হাসিনার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোন ষড়যন্ত্রই আমাদের পরাস্ত করতে পারবেনা। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করবো।
ফতুল্ল থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন,আগামী ৭ই নভেম্বর সবার সহোযোগিতায় সকলের উপস্থিতিতে সেদিন ব্যপক উপস্থিত হয়ে তা যেনো ইতিহাস হয়ে থাকে। বিগত সময়ে আপনারা গুলির সামনে দাড়িয়ে আন্দোলন করেছেন। আজ বিএনপির একটি গ্রুপ তৈরি হয়েছে তারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে শুরু করেন। ১/১১ সেই ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। তাই আমি বলতে চাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আবারো বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন কুচক্রি মহলের কথায় কান দিবেন না। কে এমপি হবে কে মন্ত্রী হবে তা দুরের ব্যাপার। যাদের কোন ব্যক্ত্বিত্ব নেই, কোন অবস্থান নেই তারাই কথার ফুলঝুড়ি মিথ্যা ছরিয়ে দিচ্ছে,নিজেকে আগামী দিনের এমপি, মন্ত্রী বলে চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন আসেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে নির্বাচনের পরিবেশ তৈরি করে সুষ্ঠ নির্বাচন করে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসি। তখন না হয় মন্ত্রী, এমপির কথা ভাবা যাবে।