ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগ আজ পহেলা নভেম্বর রোজ- শুক্রবার বিকেল ৪ টায় ৩ নং ওয়ার্ডের ভুইঘর বাস স্ট্যান্ডে কেন্দ্র ঘোষিত দাওয়াতি সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়নের সভাপতি হুসাইন মুহাম্মাদ মুন্না, সভাপতির বক্তব্য তিনি বলেন, আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ২৮ শে জুলাই জন্ম হয়েছিল ইসলামী যুব আন্দোলনের। এর পর থেকই সারাদেশে দিনে দিনে প্রসারতা বাড়ছে সংগঠনটির মূলত কল্যানমূলক সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এর অন্যতম কারন বলে মনে করেন তিনি।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা যুব আন্দোলনের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা শিহাব উদ্দীন। তার বক্তব্যে তিনি বলেন ৫ ই আআগষ্ট ছাত্র-জনতার গনভ্যুথানের পর এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জাতি, আর জাতির এই স্বপ্ন পূরনে যুব আন্দোলনের কর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে আর সেই জন্য বৃদ্ধি করতে হবে যথেষ্ঠ সদস্য ও মানসম্মত কর্মী যারা আগামীদিনে দেশকে সামনের দিকে নিয়ে যাবে।
সাধারন সম্পাদক হাফেজ তানভীরের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক, ৮ নং ওয়ার্ড ছাত্র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,৩ নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক এরশাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।