নারায়ণগঞ্জ জেলায় এখন কোন চাপ ও ভয় নেই, কোন মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না

  • Reporter Name
  • Update Time : 06:01:16 am, Tuesday, 29 October 2024
  • 33 Time View

এসটি নিউজঃ নারায়ণগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, এখন আর কোন রাজনৈতিক চাপ ও ভয় নেই, তাই ছোট-বড় কোন মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেল ২৪ ঘন্টা খোলা রয়েছে। মাদক কারবারিদের তথ্য দিয়ে সকলকে সহযোগীতা করার আহবান জানান তিনি।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজিত ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।

দেশে প্রতিদিন ২০ কোটি টাকার অধিক মাদক সেবক ও বিক্রি হয় উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। এর মধ্যে ১১২০ জন বড় মাদক কারবারির মধ্যে ১২১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএনসির নারায়ণগঞ্জের উপপরিচালক খোরশিদ আলম। এসময় তিনি নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ের অধিনায়ক লে: কর্ণেল এম এম সালাউদ্দিন, র‍্যাব-১১’র অধিনায়ক লে: কর্ণেল তানভীর মাহমুদ পাশা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক শেখ কাউসার ও তার চৌদ্দ মাসের পুত্রের উপর সন্ত্রাসীদের হামলা

আগামীর বাংলা হবে ইসলামের -ফয়জুল করীম

নারায়ণগঞ্জ জেলায় এখন কোন চাপ ও ভয় নেই, কোন মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না

Update Time : 06:01:16 am, Tuesday, 29 October 2024

এসটি নিউজঃ নারায়ণগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, এখন আর কোন রাজনৈতিক চাপ ও ভয় নেই, তাই ছোট-বড় কোন মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেল ২৪ ঘন্টা খোলা রয়েছে। মাদক কারবারিদের তথ্য দিয়ে সকলকে সহযোগীতা করার আহবান জানান তিনি।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজিত ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।

দেশে প্রতিদিন ২০ কোটি টাকার অধিক মাদক সেবক ও বিক্রি হয় উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। এর মধ্যে ১১২০ জন বড় মাদক কারবারির মধ্যে ১২১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএনসির নারায়ণগঞ্জের উপপরিচালক খোরশিদ আলম। এসময় তিনি নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ের অধিনায়ক লে: কর্ণেল এম এম সালাউদ্দিন, র‍্যাব-১১’র অধিনায়ক লে: কর্ণেল তানভীর মাহমুদ পাশা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।