ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন একটি বৃহত্তর ইউনিয়ন এই ইউনিয়নে প্রায় আড়াই লক্ষাধিক মানুষের বসবাস, রয়েছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সামান্য বৃষ্টি হলেই চলাচলের প্রধান সড়ক গুলো তলিয়ে যায় পানিতে।
আর এতে করে চরম ভোগান্তিতে পড়েন বসবাসরত মানুষেরা, কুতুবপুরের শহীদ নগর, আদর্শ নগর, বাদামতলা, নূরবাগ, শাহীবাজার, আমতলা, দৌলতপুর, রসুলপুর, রেললাইন, পাগলা স্কুল সংলগ্ন ও ইউনিয়ন পরিষদের সামনে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় এসব এলাকাগুলো।
তাছাড়া কুতুবপুরের মানুষের চলাচলের প্রধান সড়ক গুলোর পাশে ড্রেন ব্যবস্থা না থাকার কারণে সামান্য কয়েক ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে পুরো কুতুবপুর, এই ভোগান্তি যেন ১২ মাসের কুতুবপুরের মানুষের।
কুতুবপুরের অধিকাংশ খাল গুলো ডিএনডি প্রজেক্ট এর সাথে হওয়ায়, এবং ডিএনডি প্রজেক্টের কাজ চলমান থাকায় বিভিন্ন জায়গায় খাল গুলোর মুখ বন্ধ করে রাখা হয়েছে, আর এতে করে সামান্য বৃষ্টিতেই খাল ভরে তলিয়ে যায় কুতুবপুরের রাস্তাঘাট গুলো।
কবে নাগাদ কুতুবপুরের মানুষ এই অভিশাপ থেকে মুক্ত পাবে তার কোন সুরাহা জানা নেই তাদের, তবে কুতুবপুরবাসীর একটাই দাবি অচিরেই চলাচলের প্রধান সড়ক গুলোর পাশে ড্রন নির্মাণ করলেই কিছুটা পানি জমা থেকে মুক্তি পেতে পারে কুতুবপুরের মানুষ।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উক্ত বিষয় দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন কুতুবপুরের শান্তিপ্রিয় মানুষ।