এসটি নিউজ: চট্টগ্রামে গান গেয়ে পিটিয়ে মেরে ফেলা তরুণকে ছিনতাইকারী বলে সন্দেহ করেছিলেন নির্যাতনকারী যুবকেরা।
শাহাদাত হোসেন নামের ওই যুবককে হত্যার সময় উল্লাসে মেতে উঠতে দেখা যায় হামলাকারী যুবকদের। ওই যুবককে পেটানোর সময় হামলাকারীদের একজন আশপাশের পথচারীদের ডেকে বলছিল, ‘ভাইয়া, সবাই একটা সেলফি তুলে চলে যান।’ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে নগর পুলিশের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।
গ্রেপ্তার তিনজন হলেন ফরহাদ আহমেদ চৌধুরী (৪২), আনিসুর রহমান (১৯) এবং ১৬ বছরের এক কিশোর। গতকাল মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ। সংবাদ সম্মেলনে বলা হয়, আসামিরা ‘চট্টগ্রাম ছাত্র–জনতা ট্রাফিক গ্রুপ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। গ্রেপ্তার ফরহাদ হোয়াটসঅ্যাপ গ্রুপটির অ্যাডমিন। তবে আন্দোলনকারী মূল ধারার ছাত্র–জনতার সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক ছিল না। ফরহাদ নিজে গ্রুপটি খোলেন।