জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের অধিবেশন ন্যায়ভিত্তিক বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার বড় সুযোগ।
পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডসের সরকার প্রধানসহ বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক এখন পর্যন্ত ঠিক হয়েছে, তবে এসব সংযোজন বিয়োজন হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যারা অন্তরায় হবে তাদের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
তৌহিদ হোসেন বলেন, ভারতের সাথে সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা অস্বীকার করলে চলবে না।
নরেন্দ্র মোদির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক না হলেও জয়শঙ্করের সাথে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবার নিরাপত্তা ও গণমাধ্যমসহ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন ৫৭ জন।
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ড. ইউনূসের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
এ তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিসহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।