নারায়ণগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজি লুটপাট বন্ধের লক্ষে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন ও সদস্য সচিব মুহাম্মদ কায়সার রিফাত।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মাহমুদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতকালে রিফাত জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান, যারা দলের নাম ভাঙিয়ে সন্ত্রাস-চাঁদাবাজি লুটপাট করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। তারা যেই হোক, দলের যে পদে থাকুক কোনো ছাড়া না দেয়ার কথা বলেন তিনি।
রিফাত বলেন, মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব স্বচ্ছ ধারা রাজনীতি করতে চান। সন্ত্রাস মাদকমুক্ত সমাজ গড়তে চান। কোনো রকম অনৈতিক কাজে কেউ জড়িত থাকলে তাকে কোনো রকম ছাড় না দেয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা করতে পারেন সেদিকে প্রশাসনকে পদক্ষেপ নেয়ারও আহ্বান করেন রিফাত। কোথাও কোনো চাঁদাবাজি হলে কঠোর হস্তে তাকে দমন করারও আহ্বান জানান তিনি। দরকারব হলে প্রশাসন চাইলে তারা প্রশাসনককে সবরকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।