এসটি নিউজ: তোমরা কোন শিক্ষা শিক্ষিত হচ্ছে একটু ভাবতে পারো একটু চোখ কান খোলা রেখে দেখো তোমাদের পিছনে কারা কাজ করছে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা বললেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম
মঙ্গলবার (১৬ জুলাই) তার ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা বলেন।
শাহ নিজাম ফেসবুক স্ট্যাটাসে বলেন, কোটা বাতিলের আন্দোলন???? এটা কিসের আন্দোলন?? যারা আন্দোলন করছো তোমরা কারা???তোমাদের পরিচয় কি?? তোমরা কোন দেশের নাগরিক?? নিশ্চয়ই উত্তর হবে আমরা সবাই বাংলাদেশী!!! কারা করলো তোমাদের পরিচয় যে তোমরা বাংলাদেশী???পাকিস্তান আমলে কি এদেশের মানুষের মেধা ছিলো না?? তাদের কি যোগ্যতা ছিলো না ভালো চাকরি করার???কতো পার্সেন্ট বাংলাদেশী লোক মেধা দিয়ে তাদের যোগ্যতা পেয়েছে?? তোমরা তো ছাত্রসমাজ শিক্ষিত। তোমরা কেন তোমাদের জ্ঞান,,প্রজ্ঞা ও বিবেক জাগ্রত করতে পারছো না??? যারা জীবন দিয়ে তোমাদের বাংলাদেশী করলো আর তাদের পরিবারের সাথে তোমরা দরকষাকষি করছো?? তোমরা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছো একটু ভাবতে পারো?? একটু চোখ কান খোলা রেখে দেখো তোমাদের পিছনে কারা কাজ করছে??? যারা তোমাদের ইন্দন দিচ্ছে ওরা অতীত বর্তমান ও ভবিষ্যতে এ দেশের জন্য কল্যানকর না। তোমরা মানুষ,, তোমাদের বিবেক আছে সেটা জাগ্রত করো। তোমাদের এই রাস্তা অবরোধ করা আন্দোলনের কোন মাধ্যম হতে পারে না। তোমাদের অবরোধে কোন মুমূর্ষু রোগী রাস্তায় মারা যাচ্ছে অবরুদ্ধ হয়ে,,কতো ছোট ছোট ব্যাবসায়ী তার ক্ষুদ্র মুলধন হারাচ্ছে দেশের অর্থনীতি কতোটা ক্ষতিগ্রস্হ হচ্ছে???? এ দেশটা তোমাদের মা। মাকে রুগ্ন করে তোমাদের ভবিষ্যত কখনো উজ্জ্বল হবে না।