এসটি নিউজ:
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভুমিকা অপরিসীম – মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা
কুতুবপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা বলেছেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভুমিকা অপরিসীম।বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আমাদের জনজীবনে প্রভাব ফেলছে।।এ থেকে মুক্তি পেতে হলে বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। এখন যে সময় যাচ্ছে এই সময় হচ্ছে বৃক্ষরোপণ এর উপযুক্ত সময়। তাই আমাদের উচিৎ বেশি বেশি করে গাছ লাগানো এবং সেই গাছের পরিচর্যা করে গাছটা বাচিয়ে রাখা।এই গাছ যখন বড় হবে তখন সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাবো,মানুষের বেচে থাকার জন্য অক্সিজেনের বিকল্প নেই।
শনিবার ৬ জুলাই বিকেলে নুরবাগ ক্যানেল পাড় এলাকায় কুতুবপুর ইউনিয়ন সম্মিলিত সামাজিক সংগঠন আয়োজিত বৃক্ষরোপণ করতে গিয়ে উপস্থিত সকল শ্রেণি পেশার মানুষের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মো: মাহবুবুর রহমান খান, , প্রগতি ছাত্র ও যুব সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন।হাজী মিছির আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডি সদস্য এম এ জাহের মোল্লা, কুতুবপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ মিন্টু, সমাজকর্মী মো: আবুল হোসেন মহসিন, রেহানা আক্তার সহ কুতুবপুর ইউনিয়ন সম্মিলিত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।