টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পা রাখল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকে। সেখানে মেসি মিস করলেও ৪-২ গোলে জিতে ম্যাচ জিতে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি।ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই ছিলেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে বেশ চাপেই রেখেছিল ইকুয়েডর। বেশ কয়েকবার অ্যাটাকে গেলেও গোলের দেখা পায়নি ইকুয়েডর। তবে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায় আর্জেন্টিনা লিড নিলে।
ম্যাচের ৩৪ মিনিটে ম্যাক এলিস্টারের এসিস্টে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন আজেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসিরা।
দ্বিতীয়ার্ধে ভালোই রক্ষণ সামাল দিলেও ইনজুরি সময়ে গোল হজম করে বসে বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনজুরি সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করেন কেভিন রদ্রিগেজ। কোপার নকআউট পর্বে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ পরে গড়ায় টাইব্রেকারে।
শুটআউটে মেসির শট গোলবারে লেগে ফিরে আসে। পরে দুর্দান্ত দুটি সেভে ফের আর্জেন্টিনার ত্রাণকর্তা হয়ে ধরা দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্টিয়েল এবং নিকোলাস ওটামেন্ডি স্পটকিক থেকে গোল করলে আনন্দে ভাসে বর্তমান কোপা চ্যাম্পিয়নরা।