এসটি নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পত্যাহার, গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ গিয়াস উদ্দিন মডেল স্কুল এন্ড কলেজ মিল্যাতন হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন,প্রধান বক্তা ছিলেন,দিপু হায়দার খান,সাংগঠনিক সম্পাদক কৃষক দল,ঢাকা বিভাগ।
সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সংগ্রামী সদস্য সচিব জনাব কায়সার রিফাত।
সভাপতিত্বে ছিলেন,নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডা.শাহিন মিয়া।