এসটি নিউজ: নারায়ণগঞ্জের ফতুল্লা উত্তর কাশিপুর আলীপাড়া এলাকায় সুরুজ মিয়া ওরফে সুরুজ মেম্বার (৭০) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তার দুই ছেলেসহ ৪ জন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে এলাকার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। আহতাবস্থায় তাদের ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন সুরুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুরের ভোলাইল, শান্তি নগর, আলিপাড়ার প্রবীন আওয়ামী লীগ নেতা ও যুবলীগ নেতা মুন্নার বাবা মোঃ সুরুজ মিয়া কে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করেছে একই এলাকার সন্ত্রাসী বাহিনী সাল্লু ও তার গ্রুপ। রাস্তায় ছুপ ছুপ রক্তের দাগ ও একটি আংগুল কেটে পরে থাকতে দেখা গেছে।
মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে । স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় যে,আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া যখন যোহরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন এমন সময় স্থানীয় সন্ত্রাসী বাহিনী সাল্লু ও তার প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল নিয়ে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। তার আরেক সন্তান মোঃ রাজু মিয়া তাকে বাঁচাতে আসলে তাকেও কুপানো হয়।
সবাই কিছু বুঝে উঠার আগেই বাবা ও ছেলেকে উপর্যপুরি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা সবাই পালিয়ে যায়। তবে এই ঘটনা কেন ঘটেছে পূর্ব শত্রুতা নাকি রাজনৈতিক কোন কারণ বা ইট বালুর ব্যাবসা নিয়ে দদ্ধ কেউ বলতে পারে নাই। মুমূর্ষু অবস্থায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া ও তার ছেলে রাজু মিয়াকে এম্বুলেন্স করে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন…