এসটি নিউজ: হাজী মিছির আলী ডিগ্রি কলেজের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ জুন সকালে কলেজ অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
হাজী মিছির আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.মোহাম্মদ আলমাস আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মো: ফজলুল হক, দাতা সদস্য আলহাজ্ব মো: আবু তাহের, সদস্য আলহাজ্ব মো: আমির হোসেন, মো: মঞ্জুরুল ইসলাম খান, এম এ জাহের মোল্লা প্রমুখ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রশান্ত কুমার দাস,সঞ্চালনা করেন কলেজের শিক্ষক মো: দেলোয়ার হোসেন চৌধুরী।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মো: খিজির হায়াত।