এসটি নিউজ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে চাঁদাবাজ চক্রের মূলহোতা হৃদয় সহ ০৬ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব ১১
২৪ জুন (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে বিভিন্ন পরিবহনে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলো মূলহোতা ১। মোঃ হৃদয় (২২), পিতা-মোঃ মোবারক হোসেন, সাং-সিদ্ধিরগঞ্জ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সাজ্জাদ (১৯), পিতা-মোঃ মহসীন আলম, দিলপাড়া ব্যাংক কলোনী, পোঃ কুতুবপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ আল আমিন (২২), পিতা-মৃত আঃ রহিম, স্থায়ী সাং-খেজুরবাগ, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি-পেয়ারা বাগান ব্যাংক কলোনী, পোঃ কুতুবপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ ইমরান (২২), পিতা-মৃত রফিক, স্থায়ী সাং-ভূঁইয়াকান্দি, থানা-ছেংগারচর, জেলা-চাঁদপুর, এ/পি-মুক্তিনগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ কামাল হোসেন (৫০), পিতা-মৃত মোতালেব হোসেন, সাং-রিবারদি পশ্চিমপাড়া, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ ও ৬। মোঃ সাদ্দাম (২০), পিতা-মোঃ সাহাজ উদ্দিন, স্থায়ী সাং-আব্দুল্লাপুর, পোঃ-আব্দুল্লাপুর, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-আদর্শনগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদের’কে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দুষ্কৃতিকারী ও চাঁদাবাজ এবং ঘটনাস্থলে বিভিন্ন পরিবহণ (বাস, ট্রাক, মিশুক) হতে চাঁদা আদায় করছিল। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে বিভিন্ন রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে বিভিন্ন পরিবহণে চাঁদাবাজি করার উদ্দেশ্যে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ এর আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরণের পরিবহণ থেকে চাঁদাবাজি করে আসছে। এরই প্রেক্ষিতে র্যাব ১১, সিপিএসসি কোম্পানী এর গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে বর্ণিত চাঁদাবাজ চক্রের সদস্যদের চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।