নরসিংদী জেলার পলাশ থানাধীন ডাঙ্গা এলাকায় ০৩ বছরের শিশু হত্যা মামলায় প্রধান আসামআসামী সহ ০৩ জন গ্রেফতার।
মঙ্গলবার (২৪ জুন)র্যাব-১১ বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে র্যাব-১১
গত ইং ২১ জুন ২০২৪ তারিখ নরসিংদী জেলার পলাশ থানায় ০৩ বছরের শিশু মাইশা নিখোঁজের একটি জিডি হয়। উক্ত জিডি নিয়ে মাইশার বাবা ২৪ জুন ২০২৪ তারিখ বিকাল ১৬.০০ ঘটিকায় র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পে উপস্থিত হয়। এরই ধারাবাহিকতায় ইং ২৪ জুন ২০২৪ তারিখ বিকাল ১৭:০০ ঘটিকা হতে ২৫ জুন ২০২৪ তারিখ সকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর আভিযানিক দল নরসিংদী জেলার পলাশ থানাধীন ডাঙ্গা এলাকায় ০৩ বছরের শিশু মাইশার নিখোঁজের ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় লোকজন ও শিশু মাইশার পরিবারের দেওয়া তথ্য মতে এবং ঘটনাস্থলের পাওয়া সিসিটিভি ফুটেজ এর উপর ভিত্তি করে সন্ধেহ ভাজন বিল্লাল (২০), পিতা-জালাল, সাং- ডাঙ্গা, থানা-পলাশ, জেলা-নরসিংদীকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিল্লাল তথ্য দেয় যে, ০৩ বছরের নিখোঁজ শিশু মাইশাকে, বিল্লালের পিতা জালাল (৪৮) হত্যা করে শৌচাগারের সেফটি ট্যাংকে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি আভিযানিক দল বিল্লালের দেওয়া তথ্য অনুসারে ঘটনাস্থলে পৌছে সেফটি ট্যাংক থেকে মাইশার মৃত দেহ উদ্ধার করে। এই হত্যাকান্ডের প্রধান আসামী জালালসহ ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকায় তার স্ত্রী মাহফুজা (৩৯) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী জেলার পলাশ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।