এসটি নিউজ: ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জাকির খান। সোমবার (২৪ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার আদালতে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী তাকে হাজির করে পুলিশ।
কঠোর নিরাপত্তায় ডান্ডাবেড়ি পরিয়ে জাকির খানকে আদালতে নিয়ে আসে পুলিশ। হাজিরা শেষে কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী তাকে আদালতে হাজির করা হয়।