রাহাদ হোসেনঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর প্লাটিনাম জয়ন্তী ৭৫ বৎসর পূর্তী উপলক্ষে আগামী ২১, ২২, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় প্রোগ্রামে বিশাল র্যালি অনুষ্ঠিত হবে।
সেই লক্ষ্য বাস্তবায়নে জন্য ২১ ই জুন শুক্রবার দুপুর ২টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সড়ক ও সেতু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নেতাকর্মীবৃন্দ সহ রাজধানীর ঢাকা সহ, জেলা উপজেলা, থানা এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের লক্ষাধিক নেতাকর্মীবৃন্দ বর্ণিল সাজে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
উক্ত আনন্দ র্যালি সফল করার লক্ষ্যে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনর রশীদ মন্নার নেতৃত্বে ঢাকা ৫ তৃণমূল আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার হাজার নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় তার সাথে ছিলেন, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আহমেদুল করিম জয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, নৌকার মনোনীত প্রার্থীর যাত্রাবাড়ী থানা নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান, মাকসুদুর রহমান সুজন, গোলাম মোস্তফা হাসমত, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ নেতা, বোরহান বেপারী, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ নেত্রী, শারমিন খান নিমনি জারা, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম টেলু, ডেমরা থানা আওয়ামী লীগ নেতা, আলমগীর হোসেন ভূঁইয়া, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা, সবুজ আহমেদ, জাকির হোসেন রাজু মৃধা, জামাল হোসেন, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, জুয়েল আহমেদ, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, আব্দুর রহমান রতন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, আনোয়ার হোসেন, ৬০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, সনি ভূষণ দত্ত, কাউন্সিলর পদপ্রার্থী, রাইস উদ্দিন রাইসু, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মুরাদ, ৬০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকারিয়া রহমান রাসেল, ৬৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী, হাজী হামিদুল্লাহ, ৬৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, সেলিম তালুকদার, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, সেলিম বক্স বাবু, ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, মোঃ জেরিন মিয়া, একে উল্লাস, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, মোঃ ফারুক, ৪৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা মৃণাল, ৬৩ নং ওয়ার্ড ৩ নং ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আরমান হোসেন রাজু, ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, রায়হান হোসেন রঞ্জু সহ উপস্থিত ছিলেন, ঢাকা-৫ সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্গত যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সর্বস্তরের সেই সব নেতৃবৃন্দ, যারা বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী, নৌকার স্বপক্ষে যারা কাজ করেছেন এবং আওয়ামী লীগ পরিবারের স্বপক্ষের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।