”উৎসব হোক আমাদের শিখার মাধ্যম” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল ফাইন আর্টস একাডেমির শিক্ষার্থীরা উদযাপন করল মধুমাসের দেশি-বিদেশি, মৌসুমী ফল উৎসব।
বুধবার ১২ জুন স্কুল।ক্যাম্পাসে বিকেল ৩ টা থেকে শুরু হওয়া এ ফল উৎসবের সমাপ্তি ঘটে সুর্য পশিচমাকাশে যাওয়ার আগ পর্যন্ত।
দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল আর্ট একাডেমির প্রধান শংকর কুমার মল্লিক এর নেতৃত্বে স্কুলের শিক্ষকদের সহায়তা আর টিম ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা জেনে নিল দেশি-বিদেশি বিভিন্ন মৌসুমী ফলের নাম, পরচিতি ও পুষ্টিগুণসহ আরো অনেক কিছু!।উৎসবকে কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং তাদের মাঝেও উৎসবের আমেজ ও আনন্দ উচ্ছাস ফল উৎসবে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে।