ফতুল্লা প্রতিনিধিঃ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে প্রায় ৫শতাধিক বৃক্ষরোপন করা হয়েছে। ৮ই জুন রোজ শনিবার সকাল ১১ টা কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা এলাকায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনিরুল আলম সেন্টু।
তীব্র তাপদাহে জনজীবন একেবারেই বিপন্ন হওয়ায় কুতুবপুর ইউনিয়ন প্রগতি ছাত্র যুব সংসদের উদ্যোগে প্রায় এক মাস আগে থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেই, তারি ধারাবাহিকতায় শনিবার সকাল ১১ টায় শাহী মহল্লা এলাকায় ডিএনটি প্রজেক্ট এর দুইপাশে প্রায় ৫শতাধিক বৃক্ষরোপন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনিরুল আলম সেনটু বলেন যেভাবে দিন দিন গরম বাড়ছে, তীব্র তাপদাহ বাড়ছে এতে করে আমাদের সকলের উচিত গাছ লাগানো।
গাছ লাগালে আমাদের পরিবেশে ভালো থাকে এবং বায়ুদূষণ হয় না, যেভাবে কুতুবপুরে মেইল ফ্যাক্টরি বাড়ছে এতে করে দিন দিন বায়ু দূষণ হচ্ছে। গাছ লাগালে এই বায়ু দূষণ হবে না তাই আমি কুতুবপুর ইউনিয়নের সকল সামাজিক সংগঠন সহ সকলকে বলবো আপনার আপনাদের বাড়ীর আঙ্গিনাসহ যে যেখানে পারেন সেখানেই গাছ লাগান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, বিএনপি নেতা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাহবুবুর রহমান, প্রগতি ছাত্র ও যুব সংসদের সভাপতি মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক মনির হোসেন।
কুতুবপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি জামাল উদ্দিন বাচ্চু সাধারণ সম্পাদক মিন্টু স্যার, দেলপাড়া হাজী মিসির আলি ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য এম এ জাহের মোল্লা, সহ কুতুবপুর ইউনিয়নের সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।