বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে এডাব নারায়ণগঞ্জ জেলা ও ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ও গ্রীণ ফর পীস,প্রভাত সমাজ কল্যাণ সংস্থা ও বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্কের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে এক র্যালি ০৫ জুন (বুধবার)সকাল ৯.৩০ঘটিকায় অনুষ্ঠিত হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন এডাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সভাপতি এস এম আরিফ মিহির, সহ সভাপতি এমএম মোশারফ হোসেন,বাংলাদেশ এনজিওস নেটওয়ার্কের সহ সভাপতি মোঃ শামসুজ্জামান ভাষাণী,প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক অরুন দেবনাথ,এডাবের নারায়ণগঞ্জ জেলার সদস্য মোঃ মোজাম্মেল হোসেন লিটন,হাজী নাজির খান,মোঃ তারেক হোসেন, গ্রীণ ফর পীসের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রনি,ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ মাহমুদ হোসেন, গোবিন্দ চন্দ্র দাস, প্রশান্ত কুমার সাহা,সুব্রত কুমার সাহা,অজয় বিশ্বাস রিপন, মোহাম্মদ আকতারুজ্জামান শান্ত, বিকাশ সাহা,নিমাই চন্দ্র চন্দ,অজয় সুত্রধর,জয়ন্ত সাহা পিংকু,গৌতম দত্ত,জীবন সাহা,সত্যরঞ্জন দেবনাথ,রঞ্জিত দাস,ভবন বর্মন,পংকজ রায়,পনির বর্মন,ইউনেস্কো ইয়ুথ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এড. অঞ্জন দাস, মোঃ ওয়ালিউল্লাহ,বিরাজ পাল চৌধুরী,মিঠুন দত্ত বিল্লু,সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম,প্রকাশনা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়,স্বাস্থ্য সম্পাদক মোঃ রেদোয়ান ইসলাম শুভ,অভিরাজ পাল চৌধুরী,প্রবাস বিশ্বাস, সুজিত ভৌমিক, সুভাষ সাহা,মানিক বিশ্বাস,কুতুবউদ্দিন সুমনসহ সদস্যবৃন্দ।