ফতুল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও বিজয় টিভির ফতুল্লা থানা প্রতিনিধি মো. বদিউজ্জামান (৪৫) ইম্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ মে) ভোর রাত চারটার সময় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন। জোহর নামাজের পর নিজ বাড়ীর সামনে মরহুমের নামাজের জানাযা শেষে কোতালেরবাগ কবস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী সহ এক পুত্র, এক কন্যা রেখে মৃত্যুবরণ করেন। তিনি ফতুল্লা থানার পূর্ব লালপুরের ডা. মনির হোসেনের পুত্র।
সাংবাদিক বদিউজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম সহ ক্লাবের নেতৃবৃন্দ।