ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বুধবার সকালে এক প্রতিবেদনে এমপি আনারের মরদেহ উদ্ধারের তথ্য জানায়, তবে প্রতিবেদনে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যমটি বুধবার সকালে এক প্রতিবেদনে জানায়, পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে এমপি আনারের মরদেহটি উদ্ধার করা হয়।
প্রতিবেদনে কোনো সূত্রের কথা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনারের পরিবারের সদস্য বা দায়িত্বশীল কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ‘ভারতে চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত আট দিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে উদ্ধার হলো বাংলাদেশের আওয়ামী লীগের তিনবারের সাংসদের মৃতদেহ।
এতে আরও বলা হয়, ‘এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। কে বা কারা তাকে খুন করল, তার তদন্তে নেমেছে পুলিশ।
চিকিৎসা করাতে গিয়ে আনোয়ারুল আজীম আনারের নিখোঁজ হওয়ার খবরটি গত রোববার সংবাদমাধ্যমকে জানান তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রউফ।
তিনি ওই দিন বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ১১ মে ভারতে যান। এরপর দুই দিন পরিবার ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। ১৪ মে থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমাদের।
পিএস আরও বলেন, ‘এমপি স্যারের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। কোথায় আছেন, কীভাবে আছেন, সেটা জানতে না পেরে আমরা উদ্বিগ্ন।
‘ইতোমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। এ ছাড়া সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন দপ্তরকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এমপি আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ওই দিন বলেন, ‘গত কয়েক দিন ধরে বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ জন্য আমরা দুশ্চিন্তায় আছি।
‘আমরা সব উপায়ে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি।
আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি।
তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন।