সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তাঁর পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার (২১ মে) নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র অনেক সময়ই ব্যক্তিগতভাবেও অনেককে নিষেধাজ্ঞা দেয়। সাবেক সেনাপ্রধানের বিষয়টি কি হয়েছে এখনও জানি না।
পুরো ঘটনা জানার পর পরিষ্কার হওয়া যাবে।
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের বিষয়ে এখনও কোনো নতুন তথ্য নাই সরকারের কাছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে খুঁজতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে ভারতের গোয়েন্দা সংস্থার সাথে। আশা করছি শিগগিরই তার খোঁজ পাওয়া যাবে।